সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ হাসান বাবু (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত নাহিদ হাসান বাবু উপজেলার রামকৃষ্ণপুর বাজারপাড়া গ্রামের আসলাম হোসেনের ছেলে ও পুড়াপাড়া বাজারের ডাক্তার সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
নিহতের পিতা আসলাম হোসেন জানান,বাবু লেখাপড়ার পাশাপাশি বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতো।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সে পুড়াপাড়া বাজারের জাহাঙ্গীর আলমের বাড়িতে ওয়াইরিং এর কাজ করতে যায়।
কাজ শুরুর সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। সে ভূলে মেইন সুইচ বন্ধ না করেই কাজ শুরু করে। বেলা একটার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।বাবুর অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply