পৃথিবী জুড়ে মহামারী ও নানা প্রতিকূলতার মধ্যেই শুরু হয়ে গেল রোটারি বর্ষ ২০২০-২০২১। এবারের জেলা প্রতিনিধিত্ব কারী দলের বিশেষ উদ্যোগ হল যুক্তি তথ্যের মাধ্যমে নিজের মনোভাব সঠিকভাবে উপস্থাপনের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিতর্ককে সমগ্র ৩২৮১ জেলায় ছড়িয়ে দেওয়া। তারই পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে জেলার ইতিহাসের প্রথম বিতর্ক কমিটি। বিতর্ক শুধুই যেন শুধুই বিতর্ক না হয় তার জন্য , প্রতিটি রোটার্যাক্টর যেন নিজেকে তুলে ধরার দক্ষতা অর্জন করে।তারই প্রথম পদক্ষেপ হিসেবে রোটার্যাক্ট ইতিহাসের প্রথম জেলা বিতর্ক কর্মশালা “সমৃদ্ধির পথে বিতর্ক ” সফল ভাবে শেষ হলো।কর্মশালাটিকে ৩ টি পর্বে সাজানো হয়েছিলো। এই ৩ টি পর্বের কর্মশালা আপনাদের সংক্ষেপে বাংলা সংসদীয় বিতর্ক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দেবে।
পর্ব – ১
বিতর্ক কি?
-বিতর্ক কেন করবেন?
-বাচনভঙ্গি ও উচ্চারণ এর কৌশল
-বক্তব্য উপস্থাপনের কৌশল
পর্ব – ২
-সংসদীয় বিতর্কের নিয়মাবলি ও বিতর্ক কিভাবে করবেন?
-চ্যালেঞ্জ বিতর্ক কি?
পর্ব – ৩
-বিতর্কের কাঠামো নির্মাণ ও বিতর্কের কৌশল
এই কর্মশালা শেষে সারা বছর ব্যাপী জেলার সকল ক্লাবকে নিয়ে অনুষ্ঠিত হবে “জেলা বিতর্ক প্রতিযোগিতা “। এই প্রতিযোগিতাও ৩ টি ধাপে অনুষ্ঠিত হবে।
১ম পর্ব : প্রতিটি Zone এর সকল ক্লাবদের মধ্যে Zonal চ্যাম্পিয়নশিপ।
২য় পর্ব : Zonal চ্যাম্পিয়নদের নিয়ে প্রতিটি Region এ Regional চ্যাম্পিয়নশিপ।
৩য় পর্ব : Regional চ্যাম্পিয়নদের নিয়ে সেরাদের সেরা District চ্যাম্পিয়নশিপ।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইসুল হক চৌধুরীর, স্টামফোর্ড ডিবেট ফোরাম এর সাবেক সহ সভাপতি।তিনি লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি প্রতিষ্ঠাতা৷ তিনি বর্তমানে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে এন টিভিতে কর্মরত আছেন। স্টামফোর্ড ডিবেট ফোরাম এর হয়ে বিতর্ক করেছেন অসংখ্য জাতিয় এবং টিভি বিতর্ক উৎসব গুলিতে। অর্জনের তালিকাও বিশাল।
কর্মশালার আরো এক অতিথি বক্তা রাকিব জোহা,
স্টামফোর্ড ডিবেট ফোরাম এর সাবেক সাধারণ তিনি বর্তমানে বাংলাদেশ ডিবেট ফেডারেশন এর ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্টামফোর্ড ডিবেট ফোরাম এর হয়ে বিতর্ক করেছেন অসংখ্য বিতর্ক টুর্নামেন্ট গুলিতে।
কর্মশালার আরো এক অতিথি বক্তা সিহাব হাসান নিয়ন, “টেন মিনিট স্কুল” এর ইন্সট্রাক্টর হিসেবে বেশ কিছুদিন কাজ করবার পর বর্তমানে তিনি “গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক” এর ইন্সট্রাকটর ও ব্র্যান্ড এন্ড মার্কেটিং এর এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। জ্ঞান বিতরণ এর পাশাপাশি ইদানীং তিনি সোশাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন।
এসব অতিথিরা বিতর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Leave a Reply