গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের গোপালপুরে করোনা ভাইরাসের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা প্রায় ঘরবন্দি৷ শিক্ষার্থীদের খেলার চর্চা রাখতে ও শিক্ষার্থীরা যাতে অন্য কোন অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রেখে (১২ জুলাই) বিকেলে গোপালপুর উপজেলা হলরুমে খেলার সামগ্রী বিতরণ করেন
টাংগাইল-২ আসনের মাননীয় সাংসদ ছোট মনির।
উপজেলাধীন ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্যারাম, জার্সি ও অন্যান্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান তালুকদার আরিফ, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেনসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
You cannot copy content of this page