মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মায়ের অভিযোগে মাদক আসক্ত ছেলে শামীম হোসেন(২০)কে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। মধুপুর পৌরসভাধীন টেকীপাড়া গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী ছালেহা বেগমের মাদক আসক্ত ছেলে শামীম হোসেন মাদক সেবনের জন্য প্রতিদিনই টাকা চায় কিন্ত বিধবা মা টাকা না দেয়ায় তাকে মারধোর করে। তার অত্যচার সইতে না পেরে গতকাল ১২ জুলাই বিকেলে মধুপুর থানায় একটি অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মধুপুর থানা অফিসার ইনচার্জ তারিক কামালের নির্দেশে থানা পুলিশ সোমবার(১৩ জুলাই) সকালে ওই মাদক আসক্ত ছেলে শামীমকে গ্রেফতার করে। পরে দুপুরে মধুপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে মাদক দ্রবা নিয়ন্ত্রক আইন ২০১৮ এর ৪২(১) ধারা অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। টাকা অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন বলে জানা যায়।
You cannot copy content of this page