হৃদয় আহমেদ, (কলমাকান্দা) প্রতিনিধিঃ নেত্রকোণা কলমাকান্দা উপজেলায়
গণেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী পুতুল ঘাগড়া (৫৫) নামে এক উপজাতির ১২ ঘণ্টা পর তার লাশ উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় দোকানে বিড়ি কিনতে এসে বাড়িতে যাওয়ার পথে তীব্র নদীর স্রোতে তলিয়ে যায়। এ বিষয়টি দেখে পরিবারের লোকজনদের কে খবর দেওয়া হয়, পরে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান মেলেনি তার।
আজ (১৪ জুলাই) মঙ্গলবার ভোর সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে প্রায়ই আধা কিলোমিটার দূরে লাশটিকে দেখতে পাই, পরে পুলিশকে খবর দিলে স্থানীয় সহায়তা নিয়ে লাশটিকে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে স্বজনরা সেখানে ছুটে যাই এবং পুতুল ঘাগরার লাশটি নিশ্চিত করেন স্বজনরা।
এ বিষয়ে কলমাকান্দা থানার (ওসি) মাজহারুল করিম জানান, লাশটি পুতুল ঘাগরার এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে
You cannot copy content of this page