নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতুড়িপেটায় মা নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমা মঙ্গলহাটা গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মানসিক সমস্যাগ্রস্থ ছেলে সাব্বির মোল্যা (১৯) মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির জের ধরে মা আসমা বেগমকে (৪৫) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর অসুস্থ আসমাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথিমধ্যে তার মৃত্যু হয়। অভিযুক্ত সাব্বিরকে আটকের চেষ্টা চলছে। #
You cannot copy content of this page