এম আবদুল্লাহ সরকার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের রায়গঞ্জে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফরিদপুর নদীর উপর ব্রিজ না থাকায় নৌকা দিয়ে মানুষ চলাচল করে দীর্ঘদিন ধরে।
নদীতে স্রোত থাকায় দড়ি দিয়ে দাড় টেনে নৌকায় মানুষ পারাপার হতে হয়। নৌকার দাড় টানার অবস্থায় ঐ গ্রামের লালচানের ছেলে মোঃ মোতালেব হোসেন হঠাৎ পানিতে পড়ে যায়।
সাতার না জানায় ঐ যুবক তাৎক্ষনিক পানিতে ডুবে যায়।
খবর পেয়ে সলঙ্গা থানা ও রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।
You cannot copy content of this page