বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোঃ শরাফত আলী। তিনি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই)বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে শরাফত আলীকে ছাত্র উপদেষ্টার দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ জানান, ‘ সাবেক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করার পরে প্রায় চার মাস ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা পদটি ফাঁকা ছিল।পদ ফাঁকা সাপেক্ষে নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মোঃ শরাফত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত মার্চ মাসে সাবেক ছাত্র উপদেষ্টা কাজী মশিউর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
Leave a Reply