অমৃত চন্দ্র দাস, খালিয়াজুরী ( নেত্রকোনা) : নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় জোয়ার আসর থেকে সাত জোয়ারীকে আটক করেছে খালিয়াজুরী থানার পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬জুলাই)জুয়া আইনে মামলা দিয়ে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত চারটার দিকে খালিয়াজুরী থানার এসআই মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কৃষ্ণপুর বাজার ফেরিঘাটে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া সামগ্রী, তাস ও নগদ টাকাসহ সাত জোয়ারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কৃষ্ণপুর গ্রামের মৃত তালে হোসেনের ছেলে মোঃ শরীফ (২৮) আব্দুর রহিমের ছেলে রুহুল আমিন (২৭)মৃত গোলাম কিবরিয়ার ছেলে-জাহাঙ্গীর আলম (৩৭) মৃত আবদুল রশিদের ছেলে -মোঃ রাব্বানী (৩০) মোঃবাদল মিয়ার ছেলে -শাকিল (২২)মৃত আলমাছ আলীর ছেলে আঃ রাজ্জাক (৫০) ও শিবপুর গ্রামের শচীন্দ্র তালুকদারের ছেলে গোপেশ তালুকদার। পরে তাদের পুলিশ থানায় নিয়ে যায়।
এব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও জুয়া খেলা উপজেলার কোথাও পরিচালনা হতে দেখলে দ্রুত থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
You cannot copy content of this page