মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
সীমান্তবর্তী এলাকার করোনা ভাইরাস প্রাদুর্ভাব এবং বন্যা দুর্গত ও অসহায় দুস্থ্য পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে,দিনাজপুর বিজিবি’র সেক্টর এর ব্যবস্থাপনায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহায়তায় ২৯ বিজিবির দায়ীত্বপুর্ণ সিমান্ত এলাকার খানপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খানপুর বিওপি এলাকায় অসহায়,গরীব ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক খান।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোঃ শরীফুল্লাহ আবেদ (এসজিপি), ০৯ নং আস্করপুর ইউপির চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া, খানপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ মকছেদুল হক, খানপুর বিওপির কোম্পানী কমান্ডার, প্যানেল চেয়ারম্যান মোতাহার হোসেন,ইউপি সদস্য মতিউর রহমান,মহিল্ াকাউন্সিলার মোছাঃ সাবিনা ইয়াসমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,বিজিবির পদস্থ্য সৈনিকগণ ও সাংবাদিকবৃন্দ।
You cannot copy content of this page