ডা.এম এ মাজেদঃশুক্রবার বিকাল ৩ টায় বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদ, চট্টগ্রাম জেলা আয়োজিত ‘লক্ষণ সমষ্টি ঔষধ নির্বাচনের একমাত্র অবলম্বন ‘ বিষয়ক অনলাইন সেমিনার জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যেরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ চট্টগ্রাম জেলা সদস্য ডা. আবদুর রাজ্জাক।এতে আলোচনায় অংশ নেন বাহোপ চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. মৃদুল কান্তিদে, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক আলহাজ ডা. কে এম ওমর ফারুক, সেমিনার কো-অর্ডিনেটর ডা. মৃনাল কান্তি নাথ, বাংলাদেশের বিশিষ্ট হোমিও গবেষক ও দৈনিক স্বাস্থ্য তথ্য সম্পাদক ও প্রকাশক,ডা. মাহতাব হোসাইন মাজেদ,ডা. প্রাণ হরি নাথ ( মিরসরাই), ডা. দিলীপ কুমাার দাশ ( সিলেট),অধ্যাপক ডা. নুর মোহাম্মদ ( রাঙ্গামাটি),ডা. নুরুল আমিন (কক্সবাজার),আই টি সম্পাদক ডা. সৈয়দ মোহাম্মদ একতিয়ার, ডা.আলা উদ্দিন ভুইয়া,ডা.আবিদ হাসান, ডা. ফায়েক এনাম,ডা. মিসেস রহিমা খানম, ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন, ডা.মোহাম্মদ হোসাইন ( খাগড়াছড়ি), ডা. জাহাঙ্গীর আলম সিকদার (পটিয়া) , ডা.শওকত এহসান, ডা. আব্দুল গাফফার, ডা. সুমাইয়া ইলহাম চৌধুরী, ডা. রেজাউল মনির, তাহিয়া সহ প্রমূখ।
বক্তাগণ বলেন – হোমিওপ্যাথি একটি প্রাকৃতিক ও লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। ইহার মূলনীতি হচ্ছে রোগ নয়,রোগীর চিকিৎসা করা। তাই লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হলে লক্ষণ ও লক্ষণ সমষ্টি সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করতে হবে। লক্ষণ বা লক্ষণ সমষ্টি ব্যতিরেকে গদবাধা রোগভিত্তিক ঔষধ প্রয়োগ করার কোন সুযোগ হোমিওপ্যাথিতে নেই । লক্ষণ হচ্ছে রোগের ভাষা, স্বাস্থের স্বাভাবিক অবস্থার বিকৃত পরিবর্তন বা রোগের অস্থিত্বের প্রমাণ। ইহা শুধুমাত্র রুগ্নাবস্থার বহিঃপ্রকাশ নয় বা রোগের নিদর্শন নয়, ইহা প্রতিকারক সদৃশ ঔষধ নির্বাচনের ও চাবিকাঠি। তাই প্রত্যেক চিকিৎসককে লক্ষণের প্রকারভেদ, লক্ষনের মূল্যায়ন, লক্ষণ সমষ্টি নির্ধারণসহ ঔষধ নির্বাচনের যাবতীয় বিষয়ে চুলচেরা বিশ্লেষণ মূলক জ্ঞান অর্জন করার তাগিদ দেওয়া হয়।
Leave a Reply