মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
মধুপুর পৌরসভাধীন মাস্টার পাড়ায় চাঞ্চল্যকর একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোমহর্ষক এই হত্যা কান্ডে সারাদেশ জুড়ে আলোরণ সৃষ্টি হয়েছে। গত ১৭ই জুলাই মধুপুর মাস্টার পাড়ায় নিজ বাসায়- গণি মিয়া (৪৫) তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭) তাদের ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)কে নির্মম ভাবে গলাকেটে হত্যা করে বাসার গেটে তালাবদ্ধ করে রেখে যায় দুর্বৃত্তরা। গতকাল ১৮ই জুলাই নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং সন্ধ্যা ৭ঘটিকায় মধুপুর থানার তদন্ত অফিসার মো: ছানোয়ার হোসেনের উপস্থিতিতে নিহতদের গ্রামের বাড়ি মধুপুর উপজেলার গোলাবাড়ি ব্রীজ সংলগ্ন পোদ্দারবাড়ী দক্ষিনপাড়া গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়। এ সময় মধুপুর থানার তদন্ত অফিসার মো: ছানোয়ার হোসেন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন – হত্যাকারীদের ধরার জন্য বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। এ সময় নিহতদের আত্মীয় স্বজনের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।
Leave a Reply