1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান ইসমাইলের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাবিব খান ইসমাইল বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন আ: কাদের উৎসব রাজশাহী টেনিস প্রিমিয়ার লীগের খেলোয়াড় বাছাই সম্পন্ন চেয়ারম্যানের ইন্ধনে প্রকৌশলীকে ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন মহান স্বাধীনতা দিবসে পর্তুগাল বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ট্রাফিক বিভাগকে ট্রাফিক সাইনবোর্ড দিলো স্কাউটস ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও এম এ এফ-এর আয়োজনে ইফতার মাহফিল 

পঞ্চগড়ে হোটেল ব্যাবসায়ীকে কূপিয়ে হত্যার চেষ্টা,থানায় মামলা

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩১১ জন পড়েছেন

পঞ্চগড়ের সদর উপজেলার বরকতিয়া বাজারে নিজ দোকানে ক্রেতা কম হওয়ায় পাশের হোটেলে ক্রেতা সমাগম,খাবারের মান ভালো ও বিক্রি বেশী হওয়ায় শরীফ হোসেন (২৬) নামে এক হোটেল মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠেছে পাশের হোটেলের মালিক হানিফ আলীর ছেলে হাফিজুল ইসলামের বিরুদ্ধে । এদিকে আহত হোটেল মালিক শরীফ হোসেনের বাবা রবিউল ইসলাম পরদিন শনিবার রাতে পঞ্চগড় সদর থানায় হাফিজুল ইসলামকে প্রধান আসামী করে তার বাবা হানিফসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে পুলিশ এখনও আসামীদের আটক করতে পারেনি ।

গত ১৭ জুলাই (শুক্রবার) দুপুরে পঞ্চগড় সদর উপজেলাধীন সাতমেরা ইউনিয়নের বরকতিয়া বাজারে এঘটনাটি ঘটে । জানা গেছে,আহত হোটেল মালিক শরীফ হোসেন সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ।

মামলার এজাহার সুত্রে জানা যায়,শরীফ হোসেন সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বরকতিয়া বাজারে এক বছর ধরে হোটেল ব্যবসা করে আসছিল। শরীফের হোটেল চালু করার পর থেকেই তার হোটেলে ক্রেতা ও তার খাবার সামগ্রীর মান ভালো হওয়ায় বিক্রি ও ক্রেতা ও লোক সমাগম বৃদ্ধি পেতে শুরু করে এবং তার হোটেল ব্যবসা দিন দিন উন্নতি হওয়ার কারণে বাজারের হানিফ আলী নামে অপর আরেক হোটেল ব্যবসায়ীর হোটেলে ক্রেতা সমাগম ও বিক্রি হ্রাস পায় । শরীফের হোটেলে বিক্রি ও ক্রেত সমাগম বেশী হওয়ার কারণে হানিফের হোটেলে বিক্রি ও ও ক্রেতা হ্রাস পায় । যার কারণে শরীফের হোটেল নষ্ট ও উচ্ছেদ করার বিভিন্ন ষড়যন্ত্র চালায় হানিফ ও তার ছেলে হাফিজুল। এদিকে গত ১৭ জুলাই (শুক্রবার) দুপুরে বাজারে লোক সমাগম না থাকায় শরীফকে হোটেলে একা পেয়ে হাফিজুল তার বাবা হানিফ,স্ত্রী,ভাই ও ভাইরাকে সাথে নিয়ে তার হোটেলে যায় এবং শরীফের হোটেলের মালামাল,জিনিসপত্র ভাঙচুর করে হোটেলের ক্যাশ টেবিলের ডয়্যার থেকে নগদ অর্থ বের করে নেয়। হাফিজুল ও তার স্বজনরা শরীফকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে এবং হাফিজুল চাপাতি দিয়ে শরীফকে কূপিয়ে জখম করলে শরীফ মাটিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তার চিৎকারে ঘটনাস্থলে গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কর্তব্যরত চিকিসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) প্রেরণ করেন এবং বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে মামলার প্রধান আসামী হাফিজুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে হাফিজুলের বাবা হানিফ আলী জানান, শুক্রবার দুপুরে আমার বাড়িতে গিয়ে আমার ছেলে বউয়ের ঘরে ঢুকে শরীফ। পরে আমার বউমা চিৎকার করলে সে পালিয়ে যায়। আমার ছেলে বাড়িতে আসলে আমার ছেলে ও বউমা শরীফের হোটেলে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে কেন সে তাদের ঘরে ঢুকে এনিয়ে তাদের মধ্যে কথাকাটি হয় এক পর্যায়ে শরীফ পিছলে মাটিয়ে পড়ে যায় এবং মাটিতে ভাঙ্গা গøাস থাকায় গøাস দিয়ে তার কপালে কেটে যায় ।

এদিকে আহত শরীফ হোসেন বাবা রবিউল ইসলাম জানান,আমার ছেলে দীর্ঘদিন ধরে বরকতিয়া বাজারে হোটেল করতো ্তার হোটেলে বিক্রি ভালো হতো কিন্তু পাশের হোটেলের মালিক হানিফের হোটেল তেমন না বিক্রি না হওয়ায় সে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল আমার ছেলের বিরুদ্ধে। শুক্রবার আমার ছেলেকে হোটেলেএকা পেয়ে হানিফ ও তার ছেলে হাফিজুল মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কূপিয়ে যখম করে পালিয়ে যায়। আমার ছেলে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তারা আমার ছেলেকে মারধর করে তারাই আবার এখন মিথ্যা বানোয়াট অভিযোগ করছে। হানিফ তার বউমাকে দিয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।

তবে স্থানীয়দের কাছে জানতে চাইলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই জানান,মূলত হোটেলে বিক্রি ও ক্রেতা সমাগমের জের ধরে শরীফ ও হানিফের ছেলে হাফিজুলের সাথে মারধরের ঘটনাটি ঘটে। আমরা শরীফের বিরুদ্ধে নারী বিষয়ক এমন কোন ঘটনা আমরা কখনও শুনিনি ।

এবিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ জানান,আহত হোটেলে ব্যবসায়ী শরীফের বাবা শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের করে। মামলার আসামীদের আটকের চেষ্টা চলছে।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page