এম আবদুল্লাহ সরকার- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে রায়গঞ্জ পৌরসভার গুনগাতী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
জানা যায়, গুনগাতী গ্রামের আলমের ছোট ছেলে ওমর (৫) বন্ধুদের সাথে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নামে।
গোসল শেষে সবাই বাড়িতে চলে এলেও ওমর ফিরে না আাসায় প্রতিবেশিরা খুজতে পানিতে নেমে পড়ে। খোজাখুজির এক পর্যায়ে তাকে পানির মধ্য ডুবুন্ত অবস্থায় খুজে পাওয়া যায়।
নিহত ওমর আলী স্থানীয় ইত্তেবা ইন্টারন্যাশনাল মাদরাসার প্লে শ্রেনিতে অধ্যায়ন করত।
You cannot copy content of this page