এম. আবদুল্লাহ সরকার- রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পুল্লা গ্রামের জিল্লুর রহমান (৬৫) মারা যান। তিনি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিলেন।
গ্রামবাসীরা জানান, কয়েক দিন আগে জিল্লুর রহমানসহ তাঁর পরিবারের ছয়জনের নমুনা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
১৯ জুলাই নমুনা পরীক্ষার প্রতিবেদনে পরিবারের সবারই পজিটিভ আসে।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁরা সবাই বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তিনি মারা যান।
রায়গঞ্জ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহিন সরকার জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা দাফন-কাফন কমিটির তত্ত্বাবধানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে জিল্লুর রহমানের লাশ দাফন করা হয়।
Leave a Reply