সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শেরপুর থেকে প্রতারক এক দম্পতিকে গ্রেপ্তার করেছে।গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদি থানা এলাকার বালিয়াচন্ডি গ্রামের শাহাদৎ হোসেন (৫২)ও তার স্ত্রী নাজমা বেগম (৪০)। শনিবার বেলা ১২টার দিকে পুলিশ সুপার আশরাফ হোসেন নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম) জানান,এ দম্পতিসহ একটি চক্র ২০১৩ সাল থেকে দেশের বিভিন্ন জেলায় সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও চাকরি পাইয়ে দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
বিষয়টি যশোর পুলিশের নজরে আসলে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে অনুসন্ধান চালিয়ে তাদের পরিচয় শনাক্ত করে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ।এরপর শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শেরপুরের শ্রীবরদি থানার বালিয়াচন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব,রাষ্ট্রপতির পিএস ও পুলিশ কনস্টেবল পরিচয় দিয়ে সরকারি ও বেসরকারি ব্যক্তির কাছ থেকে স্বশরীরে ও মোবাইল ফোনের বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়া যায়।
এছাড়া তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন সেট,আটটি সিম কার্ড, দুইটি চাকরির আবেদনপত্র ও সিএমপি’র অফিসিয়াল ফাইল কভার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান,শাহাদৎ হোসেন শাহা,শাহাদৎ জামান, কনস্টেবল জামান,সচিব মঞ্জুরুল ইসলাম ও সচিব গোলাম কিবরিয়া হিসেবে নিজের পরিচয় দিয়ে প্রতারণা করতেন।
Leave a Reply