সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের চৌগাছায় বজ্রপাতে আশারন খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুরে চৌগাছা উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন জানান, কয়েকদিন আগে চৌগাছার স্বরুপদাহ গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল আশারন।সোমবার বাড়ির পাশের একটি প্রাচিরের উপরে বসেছিল।
এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত হলে প্রাচিরের উপর থেকে নিচে পড়ে যায়।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply