শেখ মাহদী হাসান শিবলী, গোপালপুর টাংগাইল প্রতিনিধিঃ
সিরিজ বন্যায় টাঙ্গাইল গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন পিসব। প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠার পর থেকে সমগ্র বাংলাদেশ ব্যাপি মানবিক সহযোগীতা করে আসছে পিসব। সেই ধারাবাহিকতায়
উপজেলার চর ভরুয়া, শুশুয়া,
গোবিন্দপুর, জগৎপুরা, অর্জুনা
উপজেলার ছয়শত শত পরিবারকে প্রদান করে।
সহতায় মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, সাবান, তেল,
চিড়া, মুড়ি,চিনি,খাবার স্যালাইন, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
পিসব এর এডমিন ইমরান হাবিবিএর সাথে কথা হলে তিনি বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল দাতা সদস্য ও অন্যান্য ডোনারদের যারা আমাদের এই মানবিক কাজে আর্থিকভাবে সাহায্য করেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,
মুফতি রেদয়ান শাহিন,ইব্রাহিম ফরিদ, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ
You cannot copy content of this page