পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার ও একই অফিসের নৈশ্য প্রহরীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন সমাজসেবা কার্যালয় অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছে।
আজ রোববার (৯ আগস্ট) সকালে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা ওই কার্যালয়টি লকডাউন ঘোষণা করেন।
জানা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার আব্দুর রাকিব ও নৈশ্যপ্রহরী নজরুল ইসালামের গত ৬ আগস্ট তাদের দুজনের নমুনা পজেটিভ আসে। এর পূর্বে স্বাস্থ্য বিভাগ গত ৪ আগস্ট তাদের দুজনের নমুনা পৃথকভাবে সংগ্রহ করে দিনাজপুর এম আব্দর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে তাদের নমুনা রিপোর্ট গত ৬ জুলাই ( বৃহস্পতিবার) রাতে পজিটিভি আসে।
এদিকে প্রশাসন সমাজসেবা অফিসারসহ দুজনের নমুনার রিপোর্ট পজেটিভ পাওয়ার পরপরই সেদিন রাতে তাদের দুজনের বাড়ি লকডাউন করে এবং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ রোববার সকালে সপ্তাহিক ছুটি শেষে সমাজসেবা কার্যালয় লকডাউন ঘোষণা করা হয়।
এবিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) সোহাগ চন্দ্র সাহা জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার ও একই অফিসের নৈশপ্রহরীর করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় আজ রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলা সমাজসেবা অফিস উপজেলা প্রশাসন কর্তৃক লকডাউন ঘোষণা করা হয়েছে।
Leave a Reply