(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি) খুলনায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে খুলনার মাননীয় বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য ; ডা: রাশেদা সুলতানা , সম্মানিত সিভিল সার্জন মহোদয় ডা: সুজাত আহমেদ আজ মঙ্গলবার ১১/০৮/২০২০ (ইং) বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার গুলো পরিদর্শন করেন,যার মধ্যে ছিল :
খুলনা পঙ্গু ও জেনারেল হাসপাতাল,
খুলনা প্যাথলজী,
ইসলামী ব্যাংক হাসপাতাল,
আস্থা ডায়াগনস্টিক সেন্টার,
ডা:বাদশাহমিয়া মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার,
কিওর হোম জেনারেল হাসপাতাল,
সিটি ইমেজিং সেন্টার,
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের চিত্র দেখা গেছে এবং কাগজ পত্রে ত্রুটি রয়েছে।
নিয়মিত ভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Leave a Reply