১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী যুবলীগ উদ্যোগে দোয়া ও শোক সভা আয়োজন করা হয়েছে যুগলীগ নেতা হ্রদয়ের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মালয়েশিয়া আওয়ামী যুবলীগ এর আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম (জহির) এর সভাপতিত্বে, আহবায়ক কমিটির সদস্য মাসুদুল আলম রনির পরিচালনায় – বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান বাবু,
যুবলীগ নেতা মোঃইমাম হোসেন রানা,যুবলীগ নেতা মোঃবিল্লাল ভূইয়া
আল-আমিন আকাশ, আল- আমিন ডলার, রানা কাজী, সাধারণ সম্পাদক সেলাঙ্গর প্রাদেশিক কমিটি , মান্নান মাতবর (সভাপতি বুকিট বিনতাং শাখা আওয়ামী যুবলীগ , সেলিম সরদার, যুবলীগ নেতা মালয়েশিয়া, মনির দেওয়ান, যুবলীগ নেতা।
উপস্থিত ছিলেনঃ- আয়েশা আক্তার মালয়েশিয়া আওয়ামী যুবলীগ নেত্রী,আকুব্বর মাহমুদ, লাল মোহাম্মদ, মান্নান খান, তোফাজ্জল হোসেন, রেজাউল করিম, ওমর ফারুক, জোনায়েদ হোসেন (কাজল), রহমতুল্লাহ, আবজালডা চোকদার, জসিম উদ্দিন, মোহাম্মদ ইকবাল, মাসুম বিল্লাহ, , আনিসুর রহমান স্বপন, মোঃ মাসুম মৃর্ধা, মাসুম মাতবর, শেখ জুয়েল।
Leave a Reply