এম এ মাজেদ, ফেনী:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফেনী ট্রাংক রোডস্থ ইসলাম কমপ্লেক্সস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শনিবার বিকালে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের সভাপতি জসিম উদ্দিন'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম ইউসুফ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এডভোকেট গাজী তারেক আজিজ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এন এন জীবন, সহ সভাপতি শেহাব উদ্দিন লিটন,যুগ্ন সাধারন সম্পাদক কাফি দিদার কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন , তথ্য সম্পাদক এম শরীফ ভূঞা, প্রচার সম্পাদক- মিজানুর রহমান, নির্বাহী সদস্য সৈয়দ মনির আহমদ , এবিএম নিজাম উদ্দিন, ফেনী বঙ্গবন্ধু ফাউন্ডেশন'র সহ সভাপতি কাজী সালাউদ্দিন নোমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন,সমাজ কল্যাণ সম্পাদক হাসান মাহমুদ,দপ্তর সম্পাদক আমিন চৌধুরী,ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, প্রকাশনা সম্পাদক- রফিকুল ইসলাম, সদস্য আবদুল্লাহ আল মামুন, সহযোগি সদস্য এসএইচ খোকন প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ওই রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ ।
You cannot copy content of this page