যেখানে জীবন থেমে গিয়েছিল ,
ভাষা হারিয়েছিল প্রাণ, রক্তে ভিজে গিয়েছিল মাটি, লুন্ঠিত হয়েছিল স্বদেশ। আজ শোকাবহ ১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে দিনটি। তবে এবার সারাবিশ্বে চলছে মহামারী করোনা ভাইরাস (Covid-19) এর তান্ডব ।এ কারণে চন্ডিপুর বাজারকেন্দ্রিক সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ঝিনাইদহ সদর উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন 'সংশপ্তক'। উক্ত র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'সংশপ্তকের' উদ্যমী সদস্যবৃন্দ। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর-পার্বতীপুর গ্রামের চাকরিজীবী,প্রবাসী, যুব ও ছাত্র সমাজকে নিয়ে গড়ে উঠেছে এই সমাজকল্যাণমূলক সংগঠন 'সংশপ্তক'।গ্রামের দরিদ্র, অসহায়, এতিম প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ অন্যান্য সহযোগিতায় কাজ করে চলেছে এই সংশপ্তক।
You cannot copy content of this page