প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৬:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২০, ১:০০ অপরাহ্ণ
ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের উদ্যোগে ২১ আগস্টে নিহতদের স্মরণে দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত
প্রতিদিনের সময় প্রতিবেদকঃ ২০০৪ সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভায় নারকীয় গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী সকল শহীদ ও সেই বিভীষিকাময় স্মৃতি নিয়ে আজো যারা বেঁচে আছে তাঁদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ এবং গ্রেনেড হামলায় নিহতদের জন্য জাপান টোকিও ওসকা মসজিদ, ঢাকা দক্ষিন বনশ্রী তাহার নিজস্ব বাসভবন, জসীম ভবন( শাপলা বিল্ডিং) পাশে দক্ষিন বনশ্রী জামে মসজিদ ও ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের নির্বাচনী এলাকা চাঁদপুর -১ কচুয়া এবং হাজী গঞ্জে দোয়া ও বিশেষ মুনাজাতের আয়োজন করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামীগ থেকে মনোয়ন প্রত্যাশী চাঁদপুর -১ কচুয়ার কৃতি সন্তান, জে.বি ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক , ৮০ দশকের সাবেক ছাত্রনেতা ও জাপান আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমামেরা।
ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারকে হত্যা করে, এরই ধারাবাহিকতায় একই বছর ৩রা নভেম্বর জেলখানায় অন্তরিন থাকা অবস্থায় জাতীয় চার নেতাকে হত্যা করেও ক্ষান্ত হয়নি। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সেদিন ছিলেন বিরোধী দলীয় নেতা যার অবস্থান সবসময় সন্ত্রাস, জঙ্গি কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে এবং বাংলার গরিবদুঃখী, মেহনতি মানুষের পক্ষে। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য প্রয়াস নিয়ে এবং স্বৈরশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সেদিন ঘাতক চক্র এই নির্মম ও নির্লজ্জ হত্যাযজ্ঞ চালিয়েছিলো। দেশ ও গণতন্ত্র বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ, সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
© 2024 Probashtime