আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের কাজিপুরের নাটুয়ারপাড়া রক্ষা বাঁধে ধ্বসে যমুনানদীতে প্রায় ১০০ মিটার হয়েছে।
রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে উক্ত বাঁধের ধ্বসে হুমকির মুখে পড়েছে পুরো বাজার ঐতিহ্যবাহী নাটুয়ারপাড়া হাট, স্কুল-কলেজসহ পুরো এলাকা।
স্থানীয়রা জানায়, যমুনার পানির প্রচন্ড ঘুর্ণিপাকে দেবে যাচ্ছে বাধ এলাকা। এতে করে সদ্য টানানো বৈদ্যুতিক খুঁটিসহ সঞ্চালন লাইন যেকোন সময় নদীগর্ভে চলে যেতে পারে। ওই বাঁধের উপর বস্তায় রাখা প্রায় পাঁচশ মণ ভূট্টা নদী গর্ভে চলে গেছে।
নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম সরকার জানান, স্থানীয়দের নিয়ে ভাঙ্গনসহ ধ্বস ঠেকাতে চেষ্টা করেছি। কিন্তু ব্যাপক স্রোত থাকায় ভাঙনরোধ করা যাচ্ছে না।
এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী হায়দার হোসেন জানান, ধ্বস রোধে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে, সোমবার সকাল থেকে তা ফেলার কাজ শুরু হবে। উল্লেখ্য, গত মাসেও ঐ বাঁধের প্রায় দু'শ মিটার নদীতে ধ্বসে গেছে।
You cannot copy content of this page