মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে ২কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ ২জনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটক মাহাফুজার উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে। আটক মহব্বত আলী একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
গত ৩১ আগস্ট সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেতদিঘী ইউনিয়নের চকএনায়েতপুর এলাকা থেকে মাহাফুজার (৩৫) ও মহব্বত আলী (৩৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম বলেন, গত ৩১আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রওশন, এসআই আরিফ ও এএসআই আলাল বিশেষ অভিযান পরিচালনা করে ২কেজি গাঁজা এবং ১টি গ্লামার মোটরসাইকেলসহ তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০১। তারিখ ০১/০৯/২০২০। আটক ব্যাক্তিদের গতকাল মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply