আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
স্বাস্থ্যবিধি মেনে – সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে, জেলাপুলিশের বিশেষ কল্যাণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১সেপ্টেম্বর )দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ড্রিলসেডে
উক্ত সভায় সভাপতিত্ব করেন ,পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম ।
বিশেষ কল্যাণ সভায় তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সকল থানার অফিসারদের মধ্য থেকে বিভিন্ন পদবীর অফিসারবৃন্দকে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত করেন।
এ সময় মোবাইল এসএমএস এর মাধ্যমে জনসাধারণের জন্য সেবা কার্যক্রমের উদ্বোধন সহ বিভিন্ন থানায় আগত দর্শনার্থীদের আপ্যায়নের জন্য চায়ের কেটলি, টি-ব্যাগ, চিনি সহ চা ও চিনি রাখার পাত্র সকল থানার অফিসার ইনচার্জদের বিতরণ করেন।
সবশেষে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে স-ুরক্ষা সামগ্রীর ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে ডিউটি পালনের নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ কমান্ড্যান্ট, আইটিসি মোহাম্মদ শরীফুল হক, সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকদের একাংশ ।
Leave a Reply