শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে,দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে। রোববার(৬ সেপ্টেম্বর)দুপুর ১২ টার দিকে সম্প্রতি ঢাকা জেলার ধামরাই উপজেলার বিজয় টিভির প্রতিনিধি সাংবাদিক মো.জুলহাস উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে একটি প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়।মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন।
উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সামছুল ইসলাম শহিদ,দৈনিক ইত্তেফাকের মীর আনোয়ার হোসেন টুটুল,এশিয়ান টিভির নাজমুল হোসেন, ভোরের ডাকের খায়রুল ইসলাম পাপন, মানবজমিনের মো.জোবায়ের হোসেন,যুগান্তরের সাজ্জাত হোসেন, খোলা কাগজের শাহ সৈকত মুন্না,বাংলাদেশ টুডে’র রায়হান সরকার রবিন,বিজয় টিভির মোজাম্মেল হোসেন, মাই টিভির মোশারফ হোসেন, আনন্দ টিভি ও আমার সংবাদের সানোয়ার হোসেন,আওয়ার টাইমের রাব্বি ইসলাম,অনলাইন দৈনিক নিউজ এর স্টাফ রিপোর্টার,মো.রুবেল মিয়া, মির্জাপুর নিউজ ২৪ ডটকম এর আরাফাত ইসলাম শুভ প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, পৌর শ্রমিক লীগের সভাপতি আলী হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসে, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page