কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাঁচি এলাকায় একটি ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
০৭/০৯/২০ইং সোমবার রাতে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কুমিল্লার মনোহরগঞ্জ নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর ইকবাল বলেন, নিহত তরুণীর বয়স আনুমানিক ৩০ বছর। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় নিশ্চিত হওয়া না গেলে ময়নাতদন্তের পর দাফনকাজের জন্য মরদেহ আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হবে।
You cannot copy content of this page