পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- পীরগঞ্জে ভুট্টার ফসলের ক্ষতিকর আর্মিওয়াম পোকা দমনে ধর্মিয় নেতাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) এর অর্থায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ারের সভাপত্বিতে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, মহিলা
ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুন নুর, নানুহার হরিবাসর মন্দিরের পুরহিত রবীন্দ্রনাথ রায়, জগন্নাথপুর ক্যাথেলিক চার্চের মারিও মুর্মু প্রমুখ। উপজেলার ৩০ জন ধর্মীয় নেতা এ প্রশিক্ষণে অংশ নেয়।
You cannot copy content of this page