সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক প্রদান অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি।
পরে তিনি এবতেদায়ী মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও ৩৬৩ জন শিক্ষক ও ৬৯ জন কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারীকে পঁচিশ শত টাকার অনুদান চেক প্রদান করেন।
এসময় অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ ও জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page