প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২০, ৩:০১ অপরাহ্ণ
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে বাবু শ্যামল মজুমদারের শোক
প্রবাসী ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব তার ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, ‘আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন’।
এক শোক বার্তায় রবিবার (২৭ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক বাবু শ্যামল মজুমদার।
বাবু শ্যামল মজুমদার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার বিষয়ে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক জানান, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ১৮ সেপ্টেম্বর ভোরে আইসিইউতে নেয়া হয়। এখনও নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে।
গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচে ভর্তি হন।
© 2024 Probashtime