1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী জেলা আওয়ামী লীগের মুজিবনগর দিবস পালন রাজশাহীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত ১৭ এপ্রিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন: ইতালী আওয়ামী লীগ কাতানিয়া শাখা রাজশাহীতে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ডে বর্ষবরণ উদযাপিত  বিএমডিএ: ইবিএ প্রকল্পে দুর্নীতি, ভোগান্তিতে গ্রামীণ কৃষক ভূল্লীতে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঠাকুরগাঁওয়ে চেম্বার অফ কমার্স নির্বাচনের একটি প্যানেলের সংবাদ সম্মেলন মাদক ব্যবসায়ীর মৃত্যুকে পূঁজি করার চেষ্টা করছে ফখরুল-এমপি সুজন ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ যুবক

শ্রম আদালতের রায়: ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন রেজিঃ১৯,ঝিকরগাছা বাতিল, রেজিঃ২৪০৬,বেনাপোল এর শুভ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৯ জন পড়েছেন

মোঃ সাহিদুল ইসলাম শাহীন, বেনাপোল(যশোর):- যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতীত) শ্রমিক ইউনিয়ন এর নতুন রেজি নং খুলনা ২৪০৬ এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সংগঠনটির নতুন এই অফিসটির শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল বন্দর এলাকার ১নং ওয়্যার হাউজ গেটে সংগঠনটির অফিস কার্যালয়ের সম্মুখের মেইন সড়কে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান ঘেনার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজি শাহিনুল ইসলাম শাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, শার্শা উপজেলার চেয়ারম্যান ও আঃলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু,সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খাঁন,শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান, চৌগাছা-ঝিকরগাছা-শার্শা বাস ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মুসা মাহমুদ, যশোর জেলা আঃলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ ,শার্শা উপজেলা ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ , ঝিকরগাছা-শার্শা ট্রাক-বাস মালিক সমিতির সভাপতি শামছুর রহমান,বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার মন্টু, ২৪০৬ এর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দীন,
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি রাজু আহম্মেদ, ৮৯১ ইউনিয়নের সভাপতি কলিমউল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, প্রমুখ ৷

প্রধান অতিথী এমপি শেখ আফিল উদ্দিন বলেন ,দীর্ঘদিন পরে হলেও যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর একটি রেজিষ্টার ইউনিয়ন কার্যালয় হওয়ায় তাদের ন্যায্য দাবী দাওয়া সম্পর্কে মালিকের সাথে আলোচনার দ্বার উন্মুক্ত হলো। শ্রমিক কর্মচারীদের শান্তি শৃংখলা বজায় রেখে সকলকে এক সাথে থেকে কাজ করতে হবে। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে একজন শ্রমিক বিভিন্ন সুযোগ-সুবিধা সরকার সহ মালিকপক্ষ কে পৌঁছে দেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় বলে প্রধান অতিথি ব্যক্ত করেন। অপরদিকে স্থল বন্দরের কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, এর আগে বন্দরে অনেক শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন৷ সকল নির্যাতন মোকাবিলা ও সহ্য করে শ্রমিকরা আজ একটি প্লাটফর্মে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ ২৪০৬ সংগঠনের আত্নপ্রকাশ ৷ অতীতে রাশেদ বাহিনী শ্রমিকদের বোনাস এর অর্থ বিভিন্ন উপায়ে আত্মসাৎ করেছে৷ কিন্তু সেই বাহিনী বিতাড়িত হওয়ার পরে শ্রমিকরা এখন ন্যায্য অধিকার ভোগ করছেন। জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে শ্রমিক সংগঠন অত্যান্ত আবশ্যকীয় ৷ এর পূর্বে বিভিন্ন শ্রমিক বাহিনীর মদদে স্থলবন্দরে মালামাল চুরি করা হতো কিন্তু বর্তমান সংগঠনের নেতৃত্বে এসব অবৈধ পন্থা (চুরি) সব বন্ধ করা হয়েছে৷ শ্রমিকদের সৎ ও সততার মাধ্যমে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান শেখ আফিল উদ্দিন এমপি৷
অনুষ্ঠানে প্রধান অতিথি মনিরুজ্জামান ঘেনাকে সভাপতি ও কাজী শাহিনুল ইসলাম শাহীন কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।

প্রেরকঃ- মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: