টিভি নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। দর্শকদের তারা উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। প্রিয় এই তারকা জুটির সঙ্গে এবার আড্ডা ও ডিনারের সুযোগ পাচ্ছেন ভক্তরা। তবে শর্ত হলো, একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সম্প্রতি মেহজাবীন চৌধুরীর ফেসবুক ফ্যান পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
জানা গেছে, নিশো-মেহজাবীন অভিনীত নাটক ‘ফটো ফ্রেম’। এতে মেহজাবীন ‘কাশেম ভাই’ ছাড়া নিশোকে আর কী কী নামে ডেকেছেন? সঠিক উত্তরদাতার মধ্য থেকে তিনজন বিজয়ী তাদের সঙ্গে লাঞ্চ ও ডিনারের সুযোগ পাবেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
এদিকে, মোহিদুল মহিমের রচনা ও পরিচালনায় ‘ফটো ফ্রেম’ নাটকে নিম্নবিত্ত পরিবারের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তার ঘরে অসুস্থ বাবা। ফেরি করে চা বিক্রি করে সংসার চালায় সে। অন্যদিকে নিশো কাজ করেন ছবি বাঁধাইয়ের। গত ২২ মে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি।
Leave a Reply