সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজ।
বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার রাউৎকোনায় সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
এ সময় জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব বাদশাহ আব্দুল্লাহ বলেন, ৬৮ হাজার গ্রামে ধর্ষণ প্রতিরোধে নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে হবে। ধর্ষণ ও খুনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তি স্বরূপ ফাঁসি দিতে হবে।
উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ বলেন, ধর্ষণ নিয়ন্ত্রণে আইনের সঠিক প্রয়োগ আরো বৃদ্ধি করা প্রয়োজন। সারাদেশে চলমান ধর্ষণ ও খুনের তীব্র নিন্দা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের ধর্ম বিষয়ক সম্পাদক তাজমির আহমেদ, সদর ইউনিয়নের আহবায়ক মাহফুজুর রহমান মশিউর প্রমুখ।
You cannot copy content of this page