স্টাফ রিপোর্টারঃ নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক দুলাল ফকির সহ ৪ জন আহত হয়েছে। এ বিষয়ে সিংড়া থানায় মামলা করেছেন কৃষক দুলাল ফকির।
এজাহারে জানা যায়, নাগর নদীর উপর বাঁশের ব্রীজে বন্যায় কচুরিপানা আটকে যায়। দুলাল ফকির সে ব্রীজ রক্ষা কমিটির সদস্য। বিবাদীগন কে পরিস্কার করার জন্য বললে তারা দুলালকে এলোপাথারি মারপিট করে। এ নিয়ে দু পক্ষের মধ্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এসময় প্রতিপক্ষ পুটু, মামুনসহ ১০/১২ জনের নেতৃত্বে হামলায় আহত হয় ইতি (৩৫), রকিবুল ইসলাম (২৫), বেলাল (৩৫) ও দুলেনা (৫৮)। পরে আহতদের সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়। গুরুত্বর আহত ইতি (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য রামেকে প্রেরন করা হয়।
এসময় প্রতিপক্ষরা বাড়িতে হামলা ও ভাংচুর করে এবং গরু বিক্রয়ের ২ লক্ষ টাকাসহ তিন লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, এ বিষয়ে সিংড়া থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্তধীন রয়েছে।
You cannot copy content of this page