শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
নদী ভাঙ্গনের কবলে পড়ে গৃহহীন হয়ে পড়া মানুষদের জন্য শুধু টিন নয় পাকা বাড়ি নির্মাণ করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার।সেই লক্ষ্যে ৮ লক্ষ ৮৩ হাজার ৩৩টি ঘর নির্মাণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং ইতোমধ্যে ৫৯ হাজার ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো.এনামুর রহমান এমপি।শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।
ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ত্রাণ চুরি রোধে সরকার শাস্তির দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মন্ত্রণালয়ে ত্রাণ চুরির কোন সুযোগ নেই। তবে করোনা কালে ত্রাণ চুরি বা হেরফেরের ৫৫-৬৫ টি অভিযোগ তারা পেয়েছেন। যে গুলো মূলত খাদ্য মন্ত্রণালয়ের ১০ টাকা কেজির চাল,
টিসিবি’র সয়াবিন তৈল ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি’র কার্ড। তবে এসব অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে ত্রাণ প্রতিমন্ত্রী শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আজহারুল ইসলাম,
আন্তর্জাতিক ক্বারী পীরজাদা মাওলানা মোহাম্মদ ওমর ফারুক আল-নোমানী।
এর আগে মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের জুহুরবাড়ির মোড়ে ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামীলীগ
,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সে সময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন,এএসপি ( মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ,মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সায়েদুর রহমান প্রমুখ।
Leave a Reply