নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিরাজগঞ্জের সলঙ্গা থানা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন (৩) বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ফজল-এ খোদা লিটন ও সাধারণ সম্পাদক প্রফেসর অধ্যক্ষ (অব:) এস এম মনোয়ার হোসেনের স্বাক্ষরিত তালিকায় কমিটির অনুমোদন দেন।
এতে সভাপতি হিসেবে শাহ আলী জয় ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানাকে নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি ফজল-এ খোদা লিটন বলেন, শেখ রাসেল পরিষদ আওয়ামীলীগের ভবিষ্যৎ। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠনটি বিশেষ
করে ক্রীড়া ও নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত।
You cannot copy content of this page