মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- শার্শা উপজিলার পুটখালী ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ২৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালের দিকে পুলিশের কাছে খবর আসে বেনাপোল পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম মহিষাডাঙ্গায় ফেন্সিডিলের একটি বড় ধরনের চালান পাচারকারীদের মধ্যে আদান-প্রদান হবে। গোপন তথ্য পেয়ে পোর্টথানা পুলিশের একটি অভিযানিক দল ঐ গ্রামে তল্লাশী চালানোর উদ্দেশ্যে রওয়ানা দেয়। সূত্র মোতাবেক সেখানে তল্লাশী চালিয়ে ২৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। তবে,এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি,ধারনা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালাতে সক্ষম হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী এবং পাচারকারীরা সংগবদ্ধ হয়ে ভারত- বাংলাদেশের মধ্যে অত্যান্ত সহজতর যোগাযোগ মাধ্যম বেনাপোল কে তারা কাজে লাগাতে চায়। কিন্তু বাংলাদেশ পুলিশ এবং সীমান্তে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সহ অন্যান্য গোয়েন্দা বাহিনীর কড়া নজরদারী থাকায় চোরাকারবারীরা তাদের সেই অবৈধ কাজ সফলে বাধাগ্রস্থ হচ্ছে।
ওসি দ্ব্যারতোহীন কন্ঠে বলেন,চোরাকারবারীদের যে কোন ষড়যন্ত্র রুখতে বাংলাদেশ পুলিশ রাতদিন প্রস্তুত রয়েছে।
প্রেরক:মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।
Leave a Reply