1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মৃত্যু দাবির চেক হস্তান্তর ভূল্লী থানা মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি-মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের ভূল্লীবাঁধে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ফজলুতুন নেসা ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের হামলায় আহত ৩, লুট সাড়ে চার লাখ ও স্বর্ণ পর্তুগালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কর্তন ডিবি পুলিশের হাতে গ্রেফতার ৫ ডাকাত সহ মালামাল ক্রয়কারী ঠাকুরগাঁওয়ে বীজ কিনে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের  মানববন্ধন

যুবকদের অনুপ্রেরনা যোগাতে ১১টি ইউনিয়নে মেসার্স রেহেনা ট্রেডার্স এর ক্রীড়া সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৫৮৬ জন পড়েছেন

মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- “মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়”এসো ভাই খেলা করি, মাদককে না বলি”এই স্লোগানকে সামনে রেখে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মেসার্স রেহেনা ট্রেডার্স ও এর স্বত্বাধিকারী এনামুল হক মুকুলের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে বেনাপোল পৌর আওয়ামীলীগ (একাংশের)
কার্যালয়ে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌরসভার বিভিন্ন ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে জার্সি-৪২ পিস, ফুটবল-৬৫ পিস ও ক্রিকেট ব্যাট-৪০টি ও ক্রিকেট বল-৪০ পিস ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়৷

আনুষ্ঠানিকভাবে আয়োজিত জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র আসনে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের
আহ্বায়ক(ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ মাষ্টার,
শার্শা উপজিলা পরিষদের ভাইস চেয়ারম্যান-
মেহেদি হাসান , শার্শা উপজেলা দপ্তর সম্পাদক- সাংবাদিক আজিবার রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইলিয়াস আজম ৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেসার্স রেহেনা ট্রেডার্স ও এর স্বত্বাধিকারী এনামুল হক মুকুলের পক্ষ থেকে আজ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ক্লাব পর্যায়ের যুবকদের অনুপ্রেরণা যোগাতে যে দৃশ্যতার প্রমান রাখলো,আমি আশা করবো রেহেনা ট্রেডার্সের মত বেনাপোলের অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাগন এমন অনুপ্রেরনা যোগাতে এগিয়ে আসবেন। খেলাধুলায় মনযোগী হলে যুবকরা মাদকে আসক্ত হবে না, নিশ্চয়ই আমরা তাদেরকে সমাজের একটা ভাল অবস্থানে নিয়ে যেতে পারবো। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের শারিরীক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের জন্য খেলাধুলা প্রয়োজন। এছাড়াও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক সমস্যা দুর করতে খেলাধুলার প্রয়োজন রয়েছে। উপজেলা ও বেনাপোল পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন খেলাধুলা করতে পারে এজন্য পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

রেহেনা ট্রেডার্সের স্বত্তাধিকারী এনামুল হক মুকুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কোভিড-১৯,মহামারী করোনার কারনে স্কুল,কলেজের ছাত্র-ছাত্রীরা বাড়ীতে বসে অলস সময় পার করছে,দীর্ঘদিন শিক্ষা-প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় তাদেরকে মাঠমূখী করা যায়নি। বিষয়টি মাথায় নিয়ে আমার মায়ের নামের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স রেহেনা ট্রেডার্সের পক্ষ থেকে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কিশোরদের মাঝে এই ক্রীড়া সামগ্রী গুলো বিতরনের সিদ্ধান্ত নিই। আল্লাহপাক সামর্থ দিলে বাকী অন্যান্য দেরকেও ক্রীড়া সামগ্রী দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

প্রেরক:- মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page