স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে রবিবার (১৮ অক্টবর) হাইকোর্টের ১০৯ নম্বর হলে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল আলম আকন, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাদল, নুরুল ইসলাম ফকির, ডক্টর জিনাত আরা, হামিদা খানম মনি, সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: আলী মজুমদার ও সেক্রেটারি প্রিন্স মাহবুব সহ কেন্দ্রীয় কমিটির অনেক নেতাকর্মীর।
শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।
মানবসভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডে নারী-শিশু হত্যা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু শেখ রাসেলকেও তারা হত্যা করে।
Leave a Reply