আলমগীর উল্লাপাড়াঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে জাকির হোসেন (৪৩) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫ টার সময় উল্লাপাড়া রেলষ্টেশনে এদূরঘটনা ঘটে। নিহত জাকির হোসেন পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
উল্লাপাড়া ষ্টেশন মাষ্টার আব্দুল বাতেন ও পারিবারিক সুত্রে জানা যায়,পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একতা ট্রেনে ঘুমন্ত অবস্থায় থাকার সময় উল্লাপাড়া রেলষ্টেশনে ট্রেন পৌছালে হঠাৎ ঘুম ভাঙ্গলে চলন্ত ট্রেন থেকে নামতে চাইলে জাকির হোসেন ট্রেনে কাটা পরে নিতহ হয়।
এ বিষয়ে ঘটনার সতত্যা নিশ্চিত করে সিরাজগঞ্জ জি,আর,পি থানার এস আই আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply