সংগ্রামী জবিয়ান
লিখেছেনঃ ফারুক মিয়া
—————————
বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়
জগন্নাথ তার নাম।
তারই মাটিতে পদচারণায়
বাইশ হাজারেরও বেশি প্রাণ।
তারই মধ্যে প্রায় সকলেই
এক একজন সংগ্রামী জবিয়ান।
এই সংগ্রাম ভর্তি হতে শুরু
পড়া শেষ পর্যন্ত থাকে বিদ্যমান।
হ্যাঁ, আমি যার কথা বলছি
তারাই সংগ্রামী জবিয়ান।
জ্ঞানার্জনের নেশায় যাদের
অকালে বলি দিতে হয় নিজ প্রাণ।
জানি লিখে শেষ করা যাবেনা
তাদের কষ্টের শিরোনাম।
তাদেরই প্রতি লোমকূপে লেগে থাকে
পরিশ্রমের ঘাম।
হলের অভাবে বহু কষ্টে তারা করে জীবন-যাপন।
কষ্টে থেকেও বাবা-মায়ের সাথে
ফোনে করে সুখের আলাপন।
উপবাস থেকে কেটে যায় কত
সাবন-শর্বরী,
কি আর করা,এই ব্যস্ত শহরে!
কে দেবে কানা করি?
অর্থের অভাবে টিউশনি করে যাদের জীবন চলে-
তারাই বোঝে মধ্যবিত্তের অভিশাপ কাকে বলে।
তারা সংগ্রামী,চলার পথে
করেনা মাথা নিচু।
মধ্যবিত্তের অভিশাপ কারো কারো
ছাড়তে চায়না পিছু।
চলার পথে ঝটিকা আসে নানা দিক থেকে।
তবুও তারা বুকে সর্বদা স্বপ্নের ছবি আঁকে।
তারাই পারে ষাঁট টাকা দামের
চটি পায়ে পথ চলতে-
তাদেরই মুখে শুনেছি কত
সফলতার কথা বলতে।
তাদেরই মধ্যে কেউ কেউ করে
বহু নিরুপাথ্য অর্জন,
তারই পিছনে অনেক কিছুই
দিতে হয় বিসর্জন।
দুবেলা ডাল ভাত খেয়ে দিবস ক্ষণদা
করে তারা পার,
তবুও তারা বার বার বুকে
বুনে স্বপ্নের জাল।
তারাই পারে বহুদূর থেকে এসেও
নিয়মিত ক্লাস করতে,
তারাই অভ্যস্ত লাল বাসের সেই
দরজায় ঝুলে চরতে।
স্বপ্ন তাদের দুচোখ ভরা
চায় পুরো বিশ্বকে জানতে।
দিনশেষে তারাই পারে
কাঙ্ক্ষিত স্বপ্নের সূর্যকে ছিনিয়ে আনতে।
সব বাধাকে অতিক্রম করে সকলেই পাক
সফলতার সুঘ্রাণ,
জয় হোক জগন্নাথের।
জয়ী হোক জবিয়ান।
তারিখ: ১২/০৭/২০১৯
কবি: ফারুক মিয়া
শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ,
১৪ তম ব্যাচ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
Leave a Reply