বিশেষ প্রতিনিধিঃ
“এক্সিলেন্ট ওয়ার্ল্ড” এর সেমিনার ও শ্রীমঙ্গল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর শ্রীমঙ্গল ব্রাঞ্চ মিলনায়তনে এ সেমিনার সভা অনুষ্ঠিত হয়।
এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর রকি সিংহের সভাপতিত্বে ও এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর এস ও শাহীন,প্রেমের সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর জেনারেল ম্যানেজার হুসেইন তাঞ্জিব,মোঃ শাহিন আহমেদ ( ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক নয়া যুগান্তর),সঞ্জয়,প্রেম,প্রদিপ পাল,রুপম,মঙ্গলা,সাফিক আহমেদ
এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হুসেন তাঞ্জিব এজিএম এক্সিলেন্ট ওয়ার্ল্ড।
স্বাগত বক্তব্য রাখেন, রকি সিংহ , এস ও, এক্সিলেন্ট ওয়ার্ল্ড। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, দেশী পণ্যে থাকবো বেশ, গড়বো মোরা এক্সিলেন্ট বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৩ সালে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর পথচলা শুরু। বেকার সমস্যা সমাধান ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড দেশব্যাপী ই-কমার্স ও ট্রেডিশনাল মার্কেটিং শুরু করে।
বর্তমানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড স্বাস্থ্য, সৌন্দর্য্য ও সম্পদ এই তিন বিভাগে নিজস্ব কারখানায় উৎপাদিত বিভিন্ন প্রাকৃতিক পণ্য ২ লক্ষ ৮০ হাজার কর্মীর মাধ্যমে সারাদেশে বিপণন করছে। সেমিনার শেষে শহরের গুহ রোড এ এক্সিলেন্ট ওয়ার্ল্ডের শ্রীমঙ্গল ব্রাঞ্চ এর অফিসের কেক কাটার উদ্বোধন করা হয়।
Leave a Reply