সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২০-২১ অর্থ বছরে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সাড়ে ৮ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিম মন্ডল।
উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রশাদ পাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রাঃ,যুগ্না সম্পাদক আজিজুল হক খাঁন ঘোষন,বড়ধুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যন ফরিদ অাহম্মেদ,উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply