বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান জুয়েল। বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষে শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাইদুর রহমান জুয়েল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক। সাইদুর রহমান জুয়েল যুবলীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশের রাজনীতির প্রবীন নেতা আমীর হোসেন আমু, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বিকেলে আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পরে ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
Leave a Reply