সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রইচউজ্জামান খানের সহধর্মিণী আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মুরশিদ জাহান খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক সুত্রে জানা যায়,সোমবার বেলা ১০.৩০ মিনিটে তার নিজ এলাকায় নেওয়ার গাছা কবরস্থানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত রাত( রোববার ১৫ নভেম্বর) রাত ৮ ঘটিকার সময় ঢাকার় সাভার এনাম মেডিকেলে কলেজ হসপিটালে স্টোক করা অবস্থায় মুরশিদ জাহান খান ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি.... রাজিউন।মৃত্যু কালে তার বয়স ছিলো ৫৫ বছর। মৃত্যু কালে তিনি স্বামী,২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে পুরো উল্লাপাড়াবাসী শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।উল্লাপাড়া উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে তিনি দির্ঘদিন সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছেন।
You cannot copy content of this page