নিজস্ব প্রতিবেদকঃ
আজ সলংগায় মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগারে বর্ণচ্ছটার উদ্যোগে ১০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন ও বিনামুল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ, তাড়াশ,সলংগার মাননীয় এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলংগা থানা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ মো: রায়হান গফুর, সলংগা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আতাউর রহমান লাভু ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব জিল্লার রহমান সরকার।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলংগা থানার অফিসার ইনচার্জ জেড জেড এম তাজুল হুদা, মাসুদ পারভেজ, সদস্য সচিব দুরন্ত, মামুন বিশ্বাস, চেয়ারম্যান দি বার্ড সেফটি হাউজ সহ অন্যান্য নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয় বলেন, প্রতিটি এলাকায় বর্ণচ্ছটার মতো সংগঠন প্রয়োজন, যেন তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে পারে। তিনি আরো বলেন বর্ণচ্ছটার সাথে থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাবেন।
বর্ণচ্ছটার স্বেচ্ছাসেবীদের বক্তব্যে উঠে আসে তারা এভাবেই সারাজীবন অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবেন। এ জন্য তারা সলংগার মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
You cannot copy content of this page