জাহাঙ্গীর আলম কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বি,এন,পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বি.এন.পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসনের বি,এন,পি ও ২০ দলীয় জোট মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী সাতক্ষীরার গণ মানুষের জননেতা ডাঃ মোঃ শহিদুল আলমের সার্বিক তত্বাবধানে ২১ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন ফরদহাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বি,এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান।
কালিগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বি,এন,পির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা বি,এন,পির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও উপজেলা যুব দলের আহবায়ক পদ প্রার্থী এস,এম, হাফিজুর রহমান বাবু।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস,এম, সেলিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ তাঁতী বিষয়ক সম্পাদক সাবেক মেধাবী ছাত্র নেতা জাকির হোসেন, কালিগঞ্জ উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি শেখ আল মামুন, কালিগঞ্জ উপজেলা তাঁতী দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ প্রার্থী সাবেক ছাত্র নেতা শামীম পারভেজ, কালিগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে বাপ্পী হোসেন, শফিউল আলম মিলন, মোঃ জাকির হোসেন, খান আব্দুল্লাহ আলম মামুন, আশরাফুল ইসলাম, ওলিউল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পদ প্রার্থী শাহ আলম, সাধারণ সম্পাদক পদ প্রার্থী শেখ আবজাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বি,এন,পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply