চট্টগ্রাম অফিস.জাকজমক ভাবে সাংবাদিক
সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরীর ভাতিজা মুহাম্মদ জুবায়েদ হোসাইন আদনান
শুভ জন্মদিন পালিত হয়েছে।২১ নভেম্বর শনিবার রাতে কেক কাটার মধ্যদিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। ২০১৯ সালের ২১ নভেম্বর এই দিনে জন্ম গ্রহন করে দৈনিক বাংলাদেশ সমাচার সীতাকুণ্ড প্রতিনিধি মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এর ভাতিজা
জুবায়েদ হোসাইন আদনান
এর ০১ বছরে পর্দাপণ করায় তার শুভ জন্মদিনে দোয়া করেছেন, দাদি মোসামৎ ছাবেরা বেগম পিতা.মুহাম্মাদ রেদোয়ান করিম , মাতা.মোসামৎ নারগিস আক্তার,জেঠিমা, শামিমা আক্তার, রোকসানা আক্তার,
নানা – নানী মামা, উপস্থিত ছিলেন, দৈনিক স্বদেশ বিচিত্রা স্বাস্থ্য পাতার সম্পাদক ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ, তাসজিদুল রহমান পিয়াল,মুহাম্মদ জিলাল,ওমি,উম্মে মরিয়ম আলিফা ও আদিলা সহ আত্মীয় স্বজন। শনিবার রাতে সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরীর নিজস্ব বাস ভবনে কেক কাটার পর চলে খাওয়া দাওয়ার আয়োজন। জুবায়েদ হোসাইন আদনান যেন বড় হয়ে দেশ ও মানুষের কল্যানে কাজ করতে পারে সে জন্য দোয়া কামনা করেছেন তার পরিবার।
You cannot copy content of this page